Sunday, February 23, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

বিশ্বকাপে ভারতের কাছে অষ্টম হার পাকিস্তানের, বাবরদের হেলায় হারাল টিম ইন্ডিয়া

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এদিনের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। তার ৮৬ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে হেলায় হারায় ভারত। এর আগে এক দিনের বিশ্বকাপে দু’দল মুখোমুখি হয়েছিল সাত বার। প্রতি বারই জয় পেয়েছিল ভারত। আজ রোহিতদের লক্ষ্য ছিল ৮-০। তাই হল, বিশ্বকাপে পাকিস্তানকে অষ্টম বার হারাল টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের পেস-স্পিনের লাগাতার আক্রমনের মুখে পড়ে পাকিস্তান। ৪২.৪ ওভার ব্যাট করে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাক ইনিংস। আবদুল্লাহ শফিক (২০), ইমাম-উল-হক (৩৬), বাবর আযম (৫০), মোহাম্মদ রিজওয়ান (৪৯), হাসান আলী (১২) ছাড়া বাকি ব্যাটাররা কেউই ১০ রানের সংখ্যা পেরোতে পারেননি। ভারতের তিনজন পেসার বুমরা-সিরাজ-হার্দিক প্রত্যেকে দুই উইকেট দখল করেন। দুই স্পিনার কুলদীপ ও রবীন্দ্র জাদেজাও দু’টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। বেশ কয়েকটি ভালো শট খেলে শুভমন (১৬) আউট হয়ে গেলে ব্যাট করতে আসেন বিরাট কোহলি। ভালো শুরু করে কোহলিও ১৬ রান করে আউট হন। অন্যদিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন রোহিত শর্মা। মাত্র ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত। মারেন ৬টি চার ও ৬টি আকাশচুম্বী ছক্কা। ৮৬ রান করে রোহিত ফিরে গেলে লোকেশ রাহুলকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার। মাত্র ৩০.৩ ওভারে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার ৫৩ রানে ও রাহুল ১৯ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

error: Content is protected !!