দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিন খেলা ১ ঘণ্টা না গড়াতেই অলআউট হয়ে গেল বাংলাদেশ। এতে ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক ইডেন টেস্ট জিতল টিম ইন্ডিয়া। এই জয়ে ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতল ভারত। ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন ইশান্ত শর্মা।
মুশফিকুর রহিমের কাঁধেই ছিল বাংলাদেশকে ইনিংস হারের হাত থেকে বাঁচানোর দায়িত্ব। তৃতীয় দিন শুরুও করেছিলেন সেভাবেই। কিন্তু অন্য প্রান্ত থেকে কোনও সাহায্য পেলেন না মুশফিকুর। শেষ পর্যন্ত বড় শট মারতে গিয়ে ৭৪ রান করে উমেশের বলে আউট হন তিনি।
মুশফিকুর ফিরে গেলে বাকিরা কেউ দাঁড়াতে পারেননি। উমেশেরই শিকার হয়ে ফেরেন এবাদত। শেষ পর্যন্ত ৪১.১ ওভারেই ১৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। খানিক পরেই আল-আমিনকেও তুলে নেন উমেশ। শেষ অবধি ৯ উইকেটে ১৯৫ রান তুলতেই ইনিংস শেষ হয়। কারণ, আহত ছিলেন মাহমুদউল্লাহ।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন উমেশ এবং ৪ উইকেট নেন ইশান্ত। উল্লেখ্য, প্ৰথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এতে ২৪১ রানের লিড নেয় তারা। টেস্ট ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি তুলে ১৩৬ রান করেন অধিনায়ক কোহলি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন