দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ ম্যাচে ৩০ রানের বড় জয় পেল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া ভারত পরপর দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে। রবিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন স্রেয়াশ আয়ার। মাত্র ৩৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। মনীশ পাণ্ডে করেন ২২ রান। এছাড়া ৫২ রান করেন লোকেশ রাহুল। ৩৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তারপরেই বড় শট খেলতে গিয়ে ৫২ রান করে আউট হন তিনি। শেষপর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। পরপর দু’বলে চাহারের শিকার হন লিটন দাস ও সৌম্য সরকার। ২৯ বলে ২৭ রান করে দিপক চাহারের তৃতীয় শিকার হন মিঠুন। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই শিবম দুবের গতির বলে স্ট্যাম্প ভেঙে যায় মুশফিকুর রহিমের। খাতা না খুলেই ফিরে যান প্রথম ম্যাচের হিরো মুশফিকুর রহিম। অন্যদিকে একাই লড়ছিলেন তরুণ মহম্মদ নঈম। কিন্তু পারলেন না।
জয়ের জন্য শেষ ২৮ বলে প্রয়োজন ছিল ৪৯ রান। খেলার এমন অবস্থায় আউট হন নাইম। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ১০টি চার ও দুই ছক্কায় ৮১ রান করেন। তারপর সব দায়িত্ব ছিল অধিনায়ক মাহমুদুল্লাহর হাতে। কিন্তু চাহালের ৫০তম শিকার হন মাহমুদুল্লাহ। তিনি আউট হতেই বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেন দিপক চাহার। তিনি ৩.২ ওভারে মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। শিবম দুবে নেন ৩ উইকেট।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন