দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। দলের ব্যাটারদের ব্যর্থতার দিনে নিজের কাজটা করলেন বোলারেরা। যশপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের দাপটে জিতল ভারত। ৪১ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেলেন রোহিত শর্মারা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।