Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ডেমক্র্যাসি ইন ডেঞ্জার! গণতান্ত্রিক অধিকারের তালিকায় ১০ ধাপ নামল ভারতের স্থান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গণতান্ত্রিক অধিকারের তালিকায় ১০ ধাপ নামল ভারতের স্থান। ১৬৫টি দেশের মধ্যে গণতান্ত্রিকতার নিরিখে ৫১ তম স্থানে এসে ঠেকেছে ভারত। ১০-র মধ্যে ৬.৯ পেয়ে পূর্ববর্তী স্থান থেকে আরও ১০ সুচক নেমে গেল ভারত। ২০০৬ সালে এই সমীক্ষা শুরু হওয়ার পর এই প্রথম ভারত তার সর্ব কালের খারাপ ফলাফল করল।

ডেমক্র্যাসি ইন্ডেক্স ২০১৯ অনুযায়ী ভারতে দিন দিন খর্ব হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। ২০১৬ সালে যেখানে ৭.৮১ পেয়েছিল ভারত ২০১৭-১৮ সালে তা নেমে হয়েছিল ৭.২৩। ২০১৪ সালে ছিল ৭.৯১। চলতি বছরে আন্তর্জাতিক স্থরে ১০-র মধ্যে গড়ে ৫.৪৪ শতাংশ পেয়েছে ভারত।

এই সমীক্ষায় বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশের সরকার তার স্বৈরাচারিতা চালাচ্ছে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা আরও বলছে জনসাধারণের মতামত প্রকাশের ক্ষমতা ক্রমশ কমে আসছে এদেশে। সিএএ আইন পাশ ও শিক্ষাপ্রাঙ্গনে পড়ুয়াদের ওপর পুলিশের অত্যাচারের ফল স্বরুপ আগামী দিনে আরও নামবে ভারতের স্থান।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!