দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে করোনায় মৃত্যুহার সবচেয়ে কম, পশ্চিমের দেশগুলিতে বেশি। মুম্বইয়ের হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি গবেষণার রিপোর্ট সামনে এনেছেন। ‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চ’-এ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
করোনায় মৃত্যুহার কমেছে দেশে। গত দু’মাস ধরে মৃত্যুহার কমতির দিকেই ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে দেশে এখন কোভিড ডেথ রেট ২.১৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় যা সবচেয়ে কম। গবেষকরা বলছেন, এই মৃত্যুহার কম হওয়ার কারণ হতে পারে ভারতের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত বৈচিত্র্য।
গবেষকরা বলছেন, শীতপ্রধান দেশে সংক্রমণের প্রভাব যেমনভাবে শরীরে পড়বে, গ্রীষ্মপ্রধান দেশে তেমনটা নাও হতে পারে। এই গবেষণায় রয়েছেন বিজ্ঞানী রাজেন্দ্র এ বাড়ওয়ে, রাজেশ দীক্ষিত, পঙ্কজ চতুর্বেদী ও সুদীপ গুপ্ত। পশ্চিমের দেশগুলিতে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, ভারতে সে তুলনায় অনেক কম। দাবি বিজ্ঞানীদের।