দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে শিশু এবং মহিলাদের নিরাপত্তা নেই। এমনই দাবি করেছে একটি মার্কিন সংস্থা। মার্কিন সমীক্ষকরা জানিয়েছেন, ভারত শিশুদের বেড়ে ওঠার যোগ্য দেশ নয়। মহিলাদের পক্ষেও নিরাপদ দেশ নয় ভারত। সমীক্ষা অনুযায়ী, শিশুদের বেড়ে ওঠার উপযোগী দেশগুলির তালিকায় ৫৯তম আসন পেয়েছে ভারত। তার উপরে রয়েছে কেনিয়া এবং ঘানা। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ গুলির থেকেও ভারতে শিশুদের অবস্থা সংকটজনক।
মহিলাদের জন্য বসবাসের সেরা দেশগুলির তালিকায় ৫৮ তম স্থানে রয়েছে ভারত। ভারতের চেয়ে মহিলাদের নিরাপত্তা বেশি কাতার, সৌদি আরবে। এমনকী শ্রীলঙ্কা এবং চিনেও ভারতের মহিলারা বেশি নিরাপদ বলে জানাচ্ছে সমীক্ষা। ভারতে অপরাধ প্রবণতা অনেক বেশি বলে জানাচ্ছে সমীক্ষা। বিশেষ করে মহিলা এবং শিশুদের উপর নির্যাতনের পরিমান অনেক বেশি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন