Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

চলছে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, উন্মাদনা পাড়ায় পাড়ায়, কুসংস্কার মেনে খাননি অনেকেই

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সকাল ৮টা ২৭মিনিট থেকে শুরু হয়েছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। চলবে বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত। সর্বোচ্চ পর্যায়ে ৩ মিনিট ৪০ সেকেন্ড স্থায়ী হবে গ্রহণ। তারপরেই ছাড়তে শুরু করবে। সকাল থেকেই কুয়াশায় ঢাকা আকাশ, সঙ্গে মেঘ। তাই অম্তত সকাল নটা পর্যন্ত গ্রহণ দেখা গেল মেঘ-কুয়াশার আস্তরণের মাঝখান দিয়ে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ নিয়ে পাড়ায় পাড়ায় উন্মাদনা দেখা যাচ্ছে। অনেকেই আবার গ্রহণের সময় কোনও রকম খাবার খাচ্ছেন না। যাঁরা এখনও কুসংস্কারমুক্ত হতে পারেননি তাঁরা গ্রহণের পরে নদীতে স্নান করেন, গ্রহণের সময় কোনও রান্না করেন না, খাওয়াদাওয়া করেন না। রান্নাকরা খাবার তুলসিপাতায় ঢেকে রাখেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!