Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রেস ফ্রিডম ইনডেক্সে দু’ধাপ নামল ভারত, ১৪২তম স্থান পেয়ে লজ্জায় ডুবল ভারতের মিডিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রতি বছরের মতো এবারেও গণমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করল ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’। সদ্য প্রকাশিত এই তালিকায় এবছর আরও পিছিয়ে গেছে ভারত। গত বছর প্রকাশিত তালিকায় ভারতের স্থান ছিল ১৪০, যা একেবারেই ভাল বলা যায় না। এই বছর সেটি আরও দু’ধাপ পিছিয়ে, প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৪২তম স্থান অর্জন করল ভারত। এই তালিকায় প্রথম স্থান পেল নরওয়ে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!