দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ভারত হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা না তুললে প্রতিশোধ নেবেন। ভারত তাঁর চাপের মুখে ওই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা কিছু পরিমাণে শিথিল করল। রোনার মতো অতিমারিতে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ওই ওষুধ সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাইড্রক্সিক্লোরোকুইন সাধারণত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। করোনার চিকিৎসায় ওই ওষুধ ভাল কাজ করছে বলে চিকিৎসকদের দাবি। আমেরিকায় এই মুহূর্তে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্র হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখার কথাও জানিয়েছে।