Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মেঘের লুকোচুরিতেই আংশিক সূর্যগ্রহণ দেখল কলকাতা, ছবিতে দেখুন সূর্যের বলয়গ্রাস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কলকাতায় দেখা যায়নি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এ বার সূর্যের বলয়গ্রাসের পথ ভারতের উত্তর অংশের উপর দিয়ে যায়। তাই উত্তর ভারতের একাংশ থেকেই এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে।

কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। হালকা বৃষ্টিও হয়েছে। তাই গ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে সংশয় ছিল। তবে বেলা সওয়া ১১টা নাগাদ মেঘ সরলে আংশিক গ্রহণ দেখা যায়। কিন্তু বৃষ্টি নামায় মাত্র কয়েক মুহূর্তের জন্যই তা দেখা সম্ভব হয়। তবে সর্বত্র গ্রহণ দেখা যায়নি।

উত্তরাখণ্ডের দেহরাদূণের আকাশে গ্রহণ

কলকাতার আকাশে গ্রহণ

দুবাইয়ের আকাশেও বলয়গ্রাস সূর্যগ্রহণ

হরিয়ানার কুরুক্ষেত্রেও গ্রহণ

রাজস্থানের জয়পুরে গ্রহণ

গুজরাতের গান্ধীনগরের আকাশে গ্রহণ

মহারাষ্ট্রে সূর্যগ্রহণ

Leave a Reply

error: Content is protected !!