দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে নামা ভারতীয় দলে নেই মহম্মদ শামি। ভারতীয় দলের যে বোলার গত ম্যাচে ৩টি উইকেট নিয়েছিলেন, সিরিজে দলের হয়েও সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন, তাঁকেই বাদ দিল ভারত।
আজকের ম্যাচে দুটো উইকেট নিতে পারলেই রেকর্ড গড়তেন মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়া দ্রুততম বোলার হতেন তিনি। এই রেকর্ডের মালিক অজিত আগরকর এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ৯৭ ম্যাচে। শামি ৭৯ ম্যাচে নিয়েছেন ১৪৮ উইকেট।
শামির কি চোট? এমন কিছু অবশ্য জানানো হয়নি ভারতীয় দলের তরফে। ভারতীয় ওপেনার রোহিত শর্মার চোট নিয়ে স্বচ্ছতা নেই বলে বার বার ভারতীয় দল এবং বোর্ডকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ বার শামির বাদ পড়া নিয়েও সরগরম নেটদুনিয়া।