দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : পুনে টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের উপর প্রায় কব্জা করল টিম ইন্ডিয়া। কোহলির ডাবল সেঞ্চুরি (২৫৪ রান), ময়ঙ্ক আগরওয়ালের শতরান (১০৮ রান), পূজারা (৫৮ রান) ও জাদেজার (৯১ রান) হাফসেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে বিরাট রান খাড়া করার পর বল হাতে গতির আগুন ছোটালেন শামি-উমেশরা। উমেশ যাদব ২টি ও শামি ১টি উইকেট দখল করে আফ্রিকান ইনিংসে ধ্বশ নামিয়ে দেন।
৫ উইকেট হারিয়ে ৬০১ রানে ডিক্লেয়ার ঘোষণা করেন বিরাট। ২৫৪ রানে অপরাজিত থাকলেও টিমের স্বার্থে ডিক্লেয়ার করে দেন বিরাট। জবাবে ব্যাট করতে নেমে উমেশ যাদবের শিকার হন মার্করাম। উমেশের বলেই বোল্ড হন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এলগার। অন্যদিকে শামির প্রথম বলেই ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাভুমা। শেষ পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে ৩৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। এখনও ৫৬৫ রানে পিছিয়ে তারা।