Monday, September 16, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

বিশ্বকাপের আগে ‛রঙ বদল’, রোহিতদের গায়ে গেরুয়া জার্সি কি বিজেপির ইচ্ছায়?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛রঙ বদল’ ভারতীয় ক্রিকেট দলের! বিশ্বকাপে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই দলের ট্রেনিং কিটের রঙ পাল্টে গেল। এতদিন কালো বা নীল রঙের জার্সি পরেই অনুশীলন করতেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। এমনকী সাংবাদিক সম্মেলনেও দেখা যেত সেই জার্সি।

বৃহস্পতিবার আচমকাই নতুন ট্রেনিং কিট পরে প্র্যাকটিস করতে নামে ভারতীয় দল। সেখানে দেখা যায় রোহিত-বিরাটদের গায়ে গেরুয়া রঙের জার্সি! খেলোয়াড় থেকে শুরু করে কোচ, দলের সাপোর্টিং স্টাফ সকলের গায়েই দেখা যায় গেরুয়া জার্সি। ভারতীয় ক্রিকেট দলের নতুন প্র্যাকটিস জার্সির ছবি সামনে আসতেই জোর সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, কেন হঠাৎ রঙ বদলের প্রয়োজন পড়ল? যদিও বা রঙ পাল্টানোর প্রয়োজন হয়েই থাকে, তবে গেরুয়া কেন? অমিত পুত্রর ইচ্ছেতেই কি গেরুয়া করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রঙ? অমিত শাহ কেন্দ্রীয় বিজেপি সরকারের অন্যতম মুখ। তবে কি এর পিছনে বিজেপির হাত রয়েছে? যদিও এসব প্রশ্নের উত্তর দেয়নি বিজেপি।

 

Leave a Reply

error: Content is protected !!