Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আমফান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ‛ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন’ ও ‛উদ্যম’

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ডায়মন্ড হারবার : এবার আমফান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও উদ্যম। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সমস্ত নির্দেশ মেনে প্রতিদিন ৩০০ জন এর হাতে রান্না করা খাবার তুলে দেওয়া, অসহায় পরিবারের হাতে রেশন তুলে দেওয়ার পাশাপাশি এবার আমফান ক্ষতিগ্রস্তদের দিকে মানবিকতার হাত বাড়াল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। ডায়মন্ড হারবার এর মহকুমা শাসক ও রামগঙ্গার ব্লক উন্নয়ন অধিকর্তা এর হাতে সোলার লাইট, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের খাবার, স্যানিটাইজার, প্রয়োজনীয় ঔষধ, ওরাল কিট তুলে দিয়েছে দন্তচিকিৎসকদের এই সংগঠন ও উদ্যম।

এর পাশাপাশি বিশ্বপরিবেশ দিবসে তাদের হাতে গাছের চারা ও তুলে দেওয়া হল সংগঠনের তরফে। ডাঃ রাজু বিশ্বাস, সম্পাদক, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোিয়েশন রাজ্য শাখা জানান, ‛আমরা ডায়মন্ড হারবার এর এসডিও এবং রমগঙ্গার বিডিও এর সঙ্গে কথা বলে আমফান এরপর বিদ্যুৎহীন সুন্দরবন এলাকায় যা এখন খুবই প্রয়োজনীয় সেই সোলার লাইট এর সাথে আরো অনেক রকমের ত্রাণ তুলে দিয়েছি। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কিছুদিনের মধ্যে আমরা রাজ্যের আরও বিভিন্ন প্রান্তে আমাদের অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তাদের নিয়ে পৌঁছে যাবো অসহায় মানুষের কাছে।’

এর সাথে সাথে আজ বিশ্বপরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে ডেন্টাল কলেজ ছাত্রসংসদের সহযোগিতায় ডাঃ আর. আহমেদ ডেন্টাল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোয়েশন রাজ্য শাখার তরফে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!