দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকেই দেশের অর্থনীতির বেহাল অবস্থা। মোদী সরকার যতই গলা ফাটিয়ে বলুক না কেন মোটেই ভালো নেই দেশ। জিডিপি দাঁড়াতে পারে -২৫%, এমনটাই মত অর্থনীতিবিদদের। কেন্দ্রের দাবি, ভারতীয় অর্থনীতির বেহাল দশা থেকে দ্রুত সেরে উঠছে। কিন্তু বাস্তবের সঙ্গে সরকারের এমন বক্তব্যের কোনও মিল নেই বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরুণ কুমার। চলতি আর্থিক বছরে অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত (অর্থাৎ -২৫%) হতে পারে বলে রবিবার মন্তব্য করেছেন তিনি।
আর কয়েকদিন পরে ২০২১-২২ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট তৈরির শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা অর্থ মন্ত্রকের অন্দরে। তার আগে মোদী সরকারের অর্থমন্ত্রীকে বিশেষ পরামর্শ দিয়েছেন দিল্লির জেএনইউ-র প্রাক্তন অধ্যাপক অরুণ কুমার। তাঁর মতে, চলতি আর্থিক বছরে যেহেতু জিডিপি বিপুল হ্রাস পাওয়ার সম্ভাবনা সেহেতু বাজেটের হিসেব সম্পূর্ণ উলট পালট হয়ে গিয়েছে। যে কারণে বাজেট সংশোধন করা প্রয়োজন। অরুণ কুমারের মতো একজন বিশিষ্ট অর্থনীতিবিদের এই মন্তব্য সরকারের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট বলে অভিমত পর্যবেক্ষক মহলের।
২০২০-২১ আর্থিক বছরে অর্থনীতি ৭.৫ শতাংশ সংকুচিত হতে পারে বলে ভারতীয় রিজার্ভ ব্যাংক তার পূর্বাভাসে জানিয়েছে। আর কেন্দ্রীয় সরকারি সংস্থা এনএসও-র মতে, তা দাঁড়াতে পারে ৭.৭ শতাংশ। কিন্তু অরুণ কুমারের মতে, ভারতীয় অর্থনীতিতে কালো ছায়া কেটে যাওয়ার যে ছবি তুলে ধরার চেষ্টা চলছে বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই। তাঁর নিজের কথায়, ভারতের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে সরকার দাবি করছে। বাস্তব পরিস্থিতি কিন্তু তা বলছে না। কারণ অসংগঠিত ক্ষেত্র এখনও সেই ধাক্কা সামলে উঠে এগিয়ে যেতে পারেনি। এমনকি পরিষেবা ক্ষেত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পেরও এক দশা। আমার মতে চলতি আর্থিক বছরে অর্থনৈতিক বৃদ্ধি সংকুচিত হয়ে (-) ২৫ শতাংশ হতে পারে। কারণ লকডাউনে অত্যাবশ্যক উৎপাদন ছাড়া সমস্ত বন্ধ ছিল। তার পরেও বৃদ্ধি হয়নি।’
ভারত সরকারের আর্থিক বৃদ্ধি তার আগের বছরের থেকে ছাড়িয়ে যেতে পারে বলেও অনুমান বিশিষ্ট এই অর্থনীতিবিদের। শুধু তাই নয়, রাজ্যগুলির রাজকোষে ঘাটতি বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।