দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৩ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকার স্টকে ঘাটতি নেই। কিন্তু লকডাউন ও কোভিড ১৯ আবহে ক্রেতার ভিড় নেই। সরকারি অফিস, স্কুল, কলেজ, স্টেশন ফাঁকা।
এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য জাতীয় পতাকার দোকানে ভিড় হত প্রচুর। রামপুরহাটের দেশবন্ধু রোড, ডাক বাংলো পাড়া, ব্যাঙ্ক রোডে সারি সারি পতাকার দোকানে দেখা যেত মানুষের ভিড়। এবার সেটা চোখে পড়ছে না।
দেশবন্ধু রোডের ব্যবসায়ী সামসুল আলি ও সানোয়ার আলিরা বলেন, অন্যান্য বছর জাতীয় পতাকার ৮০ শতাংশ বিক্রি হতো। ভালো লাভের মুখ দেখতে পেতাম। এবার ২০ শতাংশ বিক্রি নেই। শনিবার স্বাধীনতা দিবস। শুক্রবারও সেরকম বিক্রি হল না। এই দিনটির জন্য আমরা সবাই মুখিয়ে থাকি। কিন্তু অতিমারী ও লকডাউন ব্যবসা শেষ করে দিল।