Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ মেটাতে নিজেদের বৈশ্বিক প্রভাব ব্যবহার করুক ভারত : জামাআতে ইসলামী হিন্দ

সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, নয়াদিল্লি : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় শতশত ফিলিস্তিনি এবং ইসরায়েলি নিহত হয়েছেন। হামাস যোদ্ধাদের সঙ্গে এখনো ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝে তৈরী হওয়া এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করল জামাআতে ইসলামী হিন্দ। এই সংঘাত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের ফলাফল বলে উল্লেখ করেছে জামাআত৷ রবিবার জামাআতের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এসব কথা বলেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় আমীর (সভাপতি) সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি।

জামাআতের অভিযোগ, নেতানিয়াহু সরকারের নীতিমালা ও ইসরায়েলের পক্ষ থেকে আল-আকসা মসজিদকে অপবিত্র করা হচ্ছে বলেই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হচ্ছেনা। অবিলম্বে ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিক জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়, দাবি জামাআতের। সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, “জামাআতে ইসলামী হিন্দ গান্ধীজীর বিখ্যাত উক্তিতে বিশ্বাস করে। তিনি বলেছিলেন ‛ফিলিস্তিন ফিলিস্তিনিদের, যেমন ইংল্যান্ড ব্রিটিশদের, ফ্রান্স ফরাসিদের।’ আমরা চাই, ভারত সরকার ফিলিস্তিনিদের সমর্থন করুক। ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ভারত তার বৈশ্বিক প্রভাব ব্যবহার করুক।”

Leave a Reply

error: Content is protected !!