দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিশ্বজুরে করোনা মহামারীর তাণ্ডবে আর্থিক সংকট। কিন্তু এমন সময়েও ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি হচ্ছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয় আর্থিক সংকটের মুখে বিশ্বকে চমকে দিয়েছে ভারতের অর্থনৈতিক উন্নতি, এমনটাই দাবি শাহের।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “করোনা ভাইরাসের কারণে বিশ্বের সমস্ত দেশের অর্থনীতিতেই প্রভাব পড়েছে। কিন্তু, সেসময় ভি শেপে বৃদ্ধি হয়েছে ভারতীয় অর্থনীতির। যা দেখে বিস্মিত ও চমকিত হয়ে উঠেছে গোটা বিশ্ব। কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কাজও খুব ভালভাবে এগোচ্ছে। খুব তাড়াতাড়ি দেশের সমস্ত নাগরিককে এই ভ্যাকসিন দেওয়া হবে।”
গত ৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে যুগান্তকারী উন্নতি করেছে বলেও আজ দাবি করেন অমিত শাহ। এপ্রসঙ্গে বলেন, “গত ৬ বছরে পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলিতে যা কাজ হয়েছে তা আগের সরকারের ২০ বছর কাজের সমান। এই সময়কালের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় মেট্রো লাইন, বুলেট ট্রেন ও অন্যান্য অনেক প্রকল্প বাস্তবায়িত করেছে কেন্দ্র। ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদির সরকার ভারতের গ্রাম ও শহরগুলির পরিকাঠামোগত মান উন্নয়নেও অক্লান্ত পরিশ্রম করছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি রাস্তাগুলিরও উন্নয়ন হয়েছে।”