Thursday, March 13, 2025
দেশফিচার নিউজ

ভারতের অর্থনীতি ‛অযোগ্য’ হাতে পড়েছে! মোদীকে তুলোধোনা ‛দ্য ইকনমিস্ট’ পত্রিকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛ভারতের অর্থনীতি অযোগ্য হাতে পড়েছে’ – ঠিক এই ভাষাতেই মোদী সরকারের কড়া সমালোচনা করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘দ্য ইকনমিস্ট’ পত্রিকা। ভারতের অর্থনীতির হাল কতদূর খারাপ তা তথ্য দিয়ে দেখিয়েছে পত্রিকাটি। ‛দ্য ইকনমিস্ট’ পত্রিকায় ভারতের অর্থনীতি সম্পর্কে এক স্পেশ্যাল রিপোর্টের শুরুতে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি অর্থনীতির বিকাশের হার ছিল আট শতাংশ। কিন্তু চলতি বছরের গত ত্রৈমাসিকে তা নেমে হয়েছে পাঁচ শতাংশ। ভারতের অর্থনীতির সংকট শীঘ্র কাটবে বলে মনে হচ্ছে না। বরং আশঙ্কা হচ্ছে, এই অবস্থা দীর্ঘদিন চলবে।

ভারতের আমলাতন্ত্র একপ্রকার ‘এথেনিক ক্লিনজিং’ চালাচ্ছে। এইসব ঘটনা আন্তর্জাতিক মহল ভালো চোখে দেখেনি বলেও মন্তব্য করা হয়েছে ওই পত্রিকায়। জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা, এনআরসি, অর্থনৈতিক মন্দা – এই তিনটি ইস্যুতে মোদী সরকারের কড়া সমালোচনা করছে ‘দ্য ইকনমিস্ট’ পত্রিকা। ব্যাঙ্কের সংকট ও অনাদায়ী ঋণ সম্পর্কেও ইকনমিস্ট পত্রিকায় মন্তব্য করা হয়েছে। স্পেশ্যাল রিপোর্টের শেষে বলা হয়েছে, মোদী হয়তো অর্থনীতির হাল ধরার পরিবর্তে ফের গর্বিত হিন্দু জাতীয়তাবাদী রূপে দেখা দেবেন। ভারতে আর্থিক সংকট যখন বাড়ছে, তখন সাম্প্রদায়িকতার ওপরে জোর দিচ্ছেন মোদী।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!