দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগে আমেরিকার মিনেপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড’র গলায় হাঁটু দিয়ে চেপে তাঁকে রাস্তায় ফেলে রেখেছিল এক পুলিশকর্মী। এভাবে প্রায় পাঁচ মিনিট থাকার মৃত্যু হয় জর্জের। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অশান্ত হয়ে উঠেছে আমেরিকা। চারিদিকে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল রাজস্থানের যোধপুরে। এক ব্যক্তিকে রাস্তায় ফেলে হাঁটু দিয়ে তাঁর গলায় একইরকম ভাবে চাপ দিতে দেখা গেল এক পুলিশকর্মীকে। এই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া দাবি তুলেছেন সবাই।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরের একটি জায়গায় মাস্ক না পরেই বসেছিলেন সোমকরণ নামে এক ব্যক্তি। সেখান দিয়ে যাওয়ার সময় কর্তব্যরত দুই পুলিশকর্মী তাঁকে মাস্ক পরেননি কেন তা জিজ্ঞাসা করে। এই বিষয়টি নিয়ে বচসা চলার সময় তখনই মাটিতে ফেলে তাঁর গলায় হাঁটু দিয়ে চেপে ধরে এক পুলিশকর্মী।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে