দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় বির্তকিত স্থানে মন্দির নির্মাণ ও মসজিদের জন্য ৫ একর জমি দানের রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিল্লি জামা মসজিদের এই ইমাম বলেছেন, ভারতের মুসলমানরা শান্তি চায়। তাই আমরা রায় মেনে নিয়েছি। বিষয়টি নিয়ে হিন্দু-মুসলিম বিরোধ দীর্ঘদিনের, এর অবসান হওয়া উচিত।
অয্যোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে যখন আপিলের কথা ভাবছে সুন্নি ওয়াকফ বোর্ড, তখন সম্পূর্ণ বিপরীত মত দিলেন দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের কোনো সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে সৈয়দ আহমেদ বুখারি বলেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত না। আমি ভারতের সব মুসলমানদের সর্বোচ্চ আদালতের এ রায় মেনে নেওয়ার আহ্বান জানাই।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন