দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আবহে বহু শিক্ষিত মানুষকে নিজের পেশা ভুলে সবজি বিক্রি করতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় ইনদওরের রাইসা আনসারি। একেই লকডাউন, সরকার বিভিন্ন দিকে এক এক দিন লকডাউন করছে, অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদের। তার পর পুরসভার লোকেরা রাস্তার ধারে সবজি বিক্রি করতে বাধা দিচ্ছে। পুরসভার এই কাজের প্রতিবাদ করছেন এক সবজি বিক্রেতা তাও আবার ঝরঝরে ইংরেজিতে। এই ঘটনা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।
লকডাউনের ফলে খরিদ্দার নেয়, তার পর সবজি বিক্রি করতে বাধা, আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি, কিন্তু পুরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছেন না। আমার পরিবারে ২০ জন ব্যক্তি। কী করে রোজগার করব? কী খাব? কী ভাবে বাঁচবো? কিন্তু সবজি বিক্রেতা ইংরেজিতে প্রতিবাদ, আসলে তিনি একজন শিক্ষিত শুধু শিক্ষিত বললে ভুল হবে তিনি মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন।
কিন্তু তিনি পিএইচডি করে সবজি বিক্রি করছেন কেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‛আমার প্রথম প্রশ্ন , কে আমাকে চাকরি দেবে?’ তাঁর অভিযোগ, ‛করোনা ভাইরাস মুসলিমদের জন্য বেড়েছে এই ধারণা সর্বত্র। যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনও কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে উৎসাহী নয়।’