নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, সাঁকরাইল : করোনা ভাইরাসের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। ভারতে সংক্রমণ রুখতে জারি হয়েছে তিন সপ্তাহের লকডাউন। কিন্তু তার পরেও বহু মানুষ রাস্তায়। কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িকে, কেউ বা শুধুই দর্শক। এরই মাঝে পুলিশি নির্মমতার চিত্র ধরা পড়ছে দিকেদিকে। কোথাও লাঠিপেটা করে, কোথাও কান ধরে ওঠবোস করিয়ে, কোনও জায়গায় আবার রাস্তায় গড়াগড়ির শাস্তি দিয়ে পুলিশকর্মীরা অনেকটাই সফল করেছেন ‘লকডাউন’।
আরও পড়ুন: সাঁকরাইলে পুলিশের লাঠিতে যুবকের মৃত্যু, ‘হৃদরোগ’ বলে সাফাই প্রশাসনের
দেশের বিভিন্ন প্রান্তের এমন ছবি, ভিডিও যখন উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তখন বুধবার আরেক ছবি ধরা পড়ল হাওড়া জেলার সাঁকরাইল অঞ্চলের রাজগঞ্জ এলাকায়। এ দিন রাজগঞ্জে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নিহত যুবকের নাম লাল সানি। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। মনে করা হচ্ছে, বাইরে অযথা ঘোরাঘুরি করতে দেখে তাঁকে মারধর করে পুলিশ। তবে ঠিক কি কারণে তাঁর মৃত্যু হয়েছে দৈনিক সমাচারের পক্ষে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
1 Comment