Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বি আর আম্বেদকরকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, মুখে কালি ছুঁড়ে দেওয়া হল বিজেপি মন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বি আর আম্বেদকর এবং জ্যোতিরাও ফুলেকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী চন্দ্রকান্ত পাটিলের মুখে কালি ছুঁড়ে দিলেন একজন ব্যক্তি। শনিবার পিম্পরি চিঞ্চওয়াড়ে গিয়েছিলেন মন্ত্রী। আম্বেদকর এবং জ্যোতিরাও ফুলেকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ভিড়ের মধ্যে থেকে হঠাৎই এক ব্যক্তি চন্দ্রকান্তের সামনে এসে মুখে এবং জামায় কালি ছোঁড়েন বলে অভিযোগ।

শুক্রবার ঔরঙ্গাবাদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী চন্দ্রকান্ত। সেখানে গিয়ে তিনি বলেন, “আম্বেদকর এবং ফুলে শিক্ষা প্রতিষ্ঠাগুলির ক্ষেত্রে সরকারি সহযোগিতার জন্য অপেক্ষা করেননি। স্কুল, কলেজ খোলার জন্য জনগণের সহযোগিতায় তহবিল গড়েছিলেন।” এ কথা বলতে গিয়ে চন্দ্রকান্ত ইংরেজিতে ‘বেগ্‌ড’ শব্দটি ব্যবহার করেন। এই শব্দটি নিয়েই বিতর্কের সূত্রপাত। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস চন্দ্রকান্তের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর দাবি, মন্ত্রীর মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!