দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূলে ইসলাম’ – ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এহেন ইসলাম বিদ্বেষী মন্তব্যর জেরে উত্তাল গোটা বিশ্ব। এর মাঝে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে। এমনটি ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে ফুটবল মাঠে অভিনব এক প্রতিবাদ জানাল কুয়েতের একটি ফুবল দল।
কুয়েতের সর্বোচ্চ লিগের ম্যাচ শুরু হওয়ার আগে নবী মুহাম্মদকে সম্মান জানিয়েছে আল কাদিসিয়া নামের একটি দল। আল সাহেলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে একটি ব্যানার তুলে ধরে কাদিসিয়ার খেলোয়াড়রা। সেখানে লেখা ছিল, ‘আমার বাবা-মা আপনার প্রতি উৎসর্গিত হোক প্রিয় রাসুল (সাঃ)’। শেষ পর্যন্ত ওই ম্যাচটি সাহেলের বিপক্ষে ২-১ এ জয় পেয়েছে কাদিসিয়া।