দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফ্রান্সের একটি সাময়িকীতে ইসলাম ধর্মের শেষ বার্তাবাহক হজরত মুহাম্মদকে (সাঃ) অপমানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। আজ বাংলাদেশেও প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের দাবি জানানো হয়েছে।
এদিন হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার কর্মী সোমবার সকাল থেকে দেশটির বায়তুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হতে থাকেন। তারা পুরো এলাকাজুড়ে অবস্থান নেওয়ায় বায়তুল মোকাররমের উভয় পাশ, গুলিস্তান, নাইটিঙ্গেল মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা, ফরাসি পণ্য বর্জন এবং সংসদে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী।