Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপিতে তীব্র গোষ্ঠীকোন্দল! দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন খোদ মণ্ডল সভাপতি

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রার্থী ঘোষণার পরেই তীব্র বিদ্রোহ দেখা দিয়েছে বিজেপির মধ্যে। দল প্রার্থী দিলেও মনে প্রানে মেনে নিতে পারেন নি গেরুয়া শিবিরের অনেকেই। উঠেছে স্বজন পোষণের অভিযোগও। যার ফলে গেরুয়া শিবিরের মধ্যে এখনও সেই বিদ্রোহ বর্তমান। তীব্র গোষ্ঠীকোন্দলের জেরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এবার ভোটে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন স্বয়ং মণ্ডল সভাপতি। বিজেপির মনোনীত প্রার্থীকে সুবিধাবাদী আখ্যা দিয়ে নিজে নির্দল হয়ে ভোটে লড়তে চলেছেন তিনি। উত্তরবঙ্গের মেটেলি উত্তর মণ্ডলের সভাপতি রবার্ট মুণ্ডা কোনও রাখঢাক না করে নিজে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়লেন বিজেপিরই প্রার্থীর বিরুদ্ধে।

প্রার্থী নিয়ে যে ক্ষোভ এখনও মেটেনি, তা স্পষ্ট হয়ে গেল মণ্ডল সভাপতির নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্তে। তাঁর অভিযোগ, নাগরাকাটায় দল সঠিক লোককে প্রার্থী করেনি। দল এমন একজনকে প্রার্থী করেছে, যিনি স্ত্রীকে পঞ্চায়েত প্রধান করতে গোপনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছিলেন।

বিজেপিকর্মীদের দাবি মেনেই তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ে নামছেন বলে জানিয়েছেন রবার্ট মুণ্ডা। উল্লেখ্য, বিধানসভায় বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পুণা ভেংরা মুণ্ডাকে। তাঁর বিরুদ্ধেই অভিযোগের তির ছুঁড়েছেন মণ্ডল সভাপতি। তারপর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমাও দিয়েছেন রবার্ট।

মঙ্গলবার মাল মহকুমা অফিসে মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, যোগ্য লোক প্রার্থী হয়নি বলেই তাঁকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন নিতে হল। যিনি গোপনে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারেন, তিনি জিতলে দলকে পিছন থেকে ফের ছুরি মারতেও পারেন। তাই দলীয় কর্মীদের ইচ্ছায় তিনি প্রার্থী হচ্ছেন। বিজেপির প্রার্থী এ ব্যাপারে স্পিকটি নট। তিনি দলের উপরই সব ছেড়েছেন।

Leave a Reply

error: Content is protected !!