দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামের বয়ালে তীব্র উত্তেজনা। ২ ঘন্টারও বেশি সময় ধরে আটকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এসেছেন নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের সঙ্গে কথা বলছেন তিনি।
বাম জমানার শেষের দিক থেকে বরাবরই ভোটের মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে এসেছে নন্দীগ্রাম। তবে এবারের বিধানসভা নির্বাচনে সেই বিধানসভা কেন্দ্রই হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের সবথেকে হাইপ্রোফাইল আসন। যে ভিভিআইপি আসনে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একসময় তাঁরই সেনাপতি শুভেন্দু অধিকারী। ফলে বাংলার সীমানা ছাড়িয়ে সারাদেশের নজরেই আছে নন্দীগ্রামে। আজ (বৃহস্পতিবার) নন্দীগ্রাম ছাড়াও বাংলার চার জেলার ২৯ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সবমিলিয়ে দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে।