Sunday, December 22, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

আজ চেন্নাইয়ের মুখোমুখি কেকেআর, ধোনিদের বিরুদ্ধে ফর্ম না দেখালে শেষ ম্যাচ কার্তিকের

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আজ বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সামনে চেন্নাই। ওদের কাছেও ম্যাচটির আলাদা গুরুত্ব রয়েছে। গত ম্যাচে দশ উইকেট জিতে ধোনিরা ফুরফুরে মেজাজে রয়েছে। তাদের দলের দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও শ্যেন ওয়াটসন ফর্মে, ফলে ধোনির মুখে চওড়া হাসি।

আজ নাইটদের জয় নির্ভর করছে তাঁরা এই ম্যাচে বোলিং কেমন করে। এই ম্যাচে কেকেআর বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে হবে প্যাট কামিন্সকে। কারণ কামিন্স চলতি আসরের সবচেয়ে দামী ক্রিকেটার। ওকেও তো বোঝাতে হবে বাকিদের থেকে ওর বিশেষত্ব কী! কামিন্স ভাল শুরুটা করে দিতে পারলে মাভি, নাগরকোটিরা সামলে নেবে।

আবুধাবির পিচে টসে জয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। চলতি আসরের দ্বিতীয় পর্যায়ে টসে জিতে ব্যাটিং নিলে অনেক সুবিধে পাচ্ছে দলগুলি। তাতে বিপক্ষের ওপর রানের পাহাড় চেপে বসানো যাচ্ছে। কেকেআরও ব্যাটিং নিতে পারে টসে জিতলে। কিন্তু দলের হয়ে কে ওপেন করবে, সেটি ভেবে দেখতে হবে টিম ম্যানেজমেন্টকে।

এতগুলি ম্যাচ খেলে ফেললেও একটা ভাল ওপেনিং কম্বিনেশন গড়ে তুলতে পারেনি কেকেআর। সুনীল নারিন বারবার ব্যর্থ, গিল কোনও সুবিধাই পাচ্ছে না জুটি থেকে। এক্ষেত্রে বিগ ব্যাশে সাড়া জাগানো টম ব্যান্টন ওপেন করতে পারেন গিলের সঙ্গে। ব্যান্টন ফিরলে আবার কার্তিক কোথায় খেলবে, সেটিও একটা বিষয়।

টিম ম্যানেজমেন্ট যদি মনে করে দীনেশ কার্তিককে শেষ সুযোগ দিয়ে একবার দেখা হোক। এই ম্যাচে যদি কোনও অবদান রাখতে পারে, তা হলে দলে থাকবে, না হলে পাকাপাকিভাবে মরগ্যানের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে। আচমকা পাঁচে নেমে ব্যর্থ হয়ে দলের ছন্দকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে কেকেআর ক্যাপ্টেন, এটা বুঝতে হবে।

 

Leave a Reply

error: Content is protected !!