দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত বছর অজি পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ক্রিস মরিস কে ১০ কোটি টাকা দিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯টি ম্যাচ খেলে মাত্র ৩৪ রান এবং ১২ টি উইকেট নিয়েছিলেন তিনি। সফল না হলেও টি – টোয়েন্টি ক্রিকেটে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা তার দাম বাড়বে তা প্রত্যাশিত ছিল। কিন্তু এবারের নিলামে সবচেয়ে দাবি ক্রিকেটার হয়ে উঠবেন কেউ ভাবেননি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৬.২৫ কোটি টাকায় ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।