দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ইরানের শীর্ষ সেনাকর্তা কাশেম সোলেমানির হত্যার মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ ৪৮ জন মার্কিন আধিকারিকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে তেহরান। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প-সহ ৪৮জন মার্কিন আধিকারিকের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কথা জানান ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলামহুসেন ইসমাইলি। মার্কিন প্রেসিডেন্টকে গ্ৰেফতার করতে ইন্টারপোলের কাছেও সাহায্যের আবেদন করেছে দেশটি।
ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা IRNA সূত্রে খবর, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘কাডস ফোর্স’-এর কমান্ডার জেনারেল কাশেম সোলেমানির মৃত্যুর জন্য দায়ী ট্রাম্প ও অন্য মার্কিন আধিকারিরা। তাঁরা ‘হত্যা ও সন্ত্রাসবাদে’ অভিযুক্ত। ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষের পরও তাঁর বিচার চেয়ে সরব হবে ইরান। ইতিমধ্যে ট্রাম্প ও বাকিদের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারির আবেদন করেছে ইরান। এটা ইন্টারপোলের সর্বোচ্চ স্তরের গ্রেফতারি পরোয়ানা। এমন ক্ষেত্রে আবেদনকারী দেশের তরফে অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও একই কারণে ট্রাম্পকে গ্রেফতার করার আরজি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল তেহরান। তবে গতবার সেই দাবি খারিজ করে দিয়েছিল ইন্টারপোল। ফ্রান্সের লিওঁতে থাকা সদরদপ্তর থেকে একটি বিবৃতি জারি করে ইন্টারপোল সাফ জানিয়েছিল, তাদের সংবিধান মতে কোনও ধরনের রাজনৈতিক, সামরিক বা ধার্মিক ক্ষেত্রের ঘটনাক্রমে অংশ নেওয়া বারণ। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেব না তারা।