দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশের ভাস্কর্য টেনেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আ স্যুটেবল বয়’-এর একটি দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দেখা গিয়েছে, একটি মন্দিরের মধ্যে তরুণ-তরুণী চুমু খাচ্ছে। এতেই মধ্যপ্রদেশ সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে নেটফ্লিক্সের ওই ওয়েব সিরিজটিকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে।
তা নিয়েই শিবরাজ সরকারকে খোঁচা দিয়েছেন মহুয়া। খাজুরাহোর দেওয়ালের একটি অংশ ছবি ট্যুইট করে মহুয়া লিখেছেন, “মধ্যপ্রদেশ সরকার পুলিশকে নেটফ্লিক্স খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। বলেছে, যদি ভাবাবেগে আঘাত লাগার মতো কিছু থাকে তাহলে ব্যবস্থা নিতে। প্রসঙ্গত, রাজ্যের রাজধানী থেকে ৩০০ কিলোমিটারে দূরেই খাজুরাহো!”