দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিন দিন দেশে বেকারত্ব বেড়েই চলেছে। বেকারত্বের কারণে তীব্র হতাশায় ভুগছে যুবসমাজ। যার কারণে অনেকেই হিংসা ও অবৈধ পথও বেছে নিচ্ছেন। বাবার চাকরিটা পাওয়ার জন্য বাবাকেই খুন করার অভিযোগ উঠলো ৩৫ বছরের এক বেকার ছেলের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বরকাকানা জেলায় সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেডের কর্মী ছিলেন।
রবিবার পুলিশ জানিয়েছে, বাবার চাকরিটা পাওয়ার জন্যই ছেলে বাবাকে খুন করেছে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রাম, ৫৫ বছর বয়স। তিনি রামগড় জেলার বরকাকানার সেন্ট্রাল ওয়ার্কশপের মূল নিরাপত্তারক্ষী ছিলেন। বৃহস্পতিবার তাঁর গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে।
এলাকার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রকাশ চন্দ্র মাহতো জানিয়েছেন, ৩৫ বছরের ছেলে বুধবার রাতে কৃষ্ণ রামকে গলা কেটে খুন করেছে। ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃত ও অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাবার মৃত্যুর পর ক্ষতিপূরণ হিসেবে চাকরি পায় ছেলে। সে কথা মাথায় রেখেই ছেলে বাবাকে খুনের পরিকল্পনা করে। বাবার অফিসের কাজের ক্ষেত্রেও তেমনই নিয়ম রয়েছে তা জেনেছিল ছেলে। তার পরেই গত বুধবার রাতে গলা কেটে বাবাকে খুন করে সে।