Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদীকে ভয় পাচ্ছেন উদ্ধব ঠাকরে! মহারাষ্ট্রে ৫০-৫০ ফর্মুলা নিয়ে তোপ ওয়েসীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের মসনদে কে বসবে? তা নিয়ে বিজেপি-শিবসেনা ঠাণ্ডাযুদ্ধ চরমে পৌঁছেছে। মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ১০৫ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে শিবসেনার দখলে গিয়েছে ৫৬ টি আসন। জোট বেঁধে দুই দল ১৬১টি আসন জিতে সরকার গড়ার পথে এগিয়ে গেলেও, সরকারের মন্ত্রিসভায় ৫০-৫০ বণ্টন চাইছে শিবসেনা। এমনকি মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্যও ৫-৫০ ভাগে অনড় শিবসেনা।

এহেন পরিস্থিতিতে বাক্য-বাণ নিয়ে ময়দানে ঝাঁপালেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি কটাক্ষ করে বলেছেন, ‛এই ৫০-৫০ আসলে কী? এটা কি কোনও নতুন বিস্কুট?’ মহারাষ্ট্রে সরকার গঠনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ওয়েসী বলেন, শিবসেনার কী করা উচিত তা শিবসেনা জানে না। উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন।’

ওয়েসী আরও বলেন, ‛৫০-৫০ আর কী করবে মানুষের জন্য? এবার মহারাষ্ট্রের মানুষের জন্য কিছু করুন।’ ওয়েসীর অভিযোগ, নিজেদের মসনদ নিয়েই বেশি ব্যস্ত শিবসেনা ও বিজেপি। অথচ সাতারায় বাড়ি ভেঙে যাওয়া কিংবা মহারাষ্ট্রের চাষিদের অবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় কেউই। যদিও ওয়েসীর এই মন্তব্যে কোনও মন্তব্য করেনি বিজেপি-শিবসেনা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!