দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজের স্বাধীনতা দিবসের বার্তায় মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‛দেখে মনে হচ্ছে বর্তমানে সরকার গণতান্ত্রিক কাঠামো, সংবিধান ও সংস্কৃতির ঠিক বিপরীতে দাঁড়িয়ে রয়েছে। এটা ভারতীয় গণতন্ত্রের কাছে কঠিন সময়।’
তিনি আরও বলেন, ‛বিরোধী দল হিসেবে এটা আমাদের কর্তব্য, যে আমরা ভারতের গণতান্ত্রিক স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য যতটা পরিশ্রম করার করব। আজ কি ভারতে লেখার, কথা বলার, প্রশ্ন করার, ভিন্ন মত পোষণ করার, সম্মতি না দেওয়ার অধিকার রয়েছে?’