দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্য বিজেপির কর্মকাণ্ড যেন দিনের পর দিন বেতাল হয়ে উঠছে। রাজ্যবাসীকে অবাক করে দিয়ে চেতলার এক সময়ের ত্রাস, ডন শ্রীধর দাসের হাতে গেরুয়া ঝান্ডা তুলে দিলেন দিলীপ ঘোষ। বাম আমলে চেতলার ত্রাস ছিলেন শ্রীধর দাস। তোলাবাজি-সহ একাধিক মামলা রয়েছে তাঁর নামে।
সেই শ্রীধরই বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়া, শ্রীধর আসায় দক্ষিণ কলকাতায় সংগঠন মজবুত হবে। শ্রীধরের মতো ডনকে নেওয়ায় কতটা দলের ভাবমূর্তি স্বচ্ছ থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
বিজেপি পার্টি মানেই তো দূর্নীতি, ধর্ষণ, খুন, গুণ্ডামি, উস্কানিমূলক বক্তব্য, বাঙালি বিরোধী, আরো কতো কি…..