দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুতির কাপড় দিয়ে পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করে সাড়া ফেলে দিলেন কোয়েম্বাটুরের ঈশানা। তাঁর বানানো এই ন্যাপকিন সম্পূর্ণ পরিবেশবান্ধব। সুতির পুনর্ব্যবহারযোগ্য যে ন্যাপকিন বাজারে পাওয়া যায়, তার চেয়ে অনেক সস্তাও বটে। তবে আশ্চর্যের কথা হল ঈশানার বয়স মাত্র ১৮। তাই ইন্টারনেটে ঈশানার কীর্তির কথা প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে গেছে।
হঠাৎ করে এই অভাবনীয় চিন্তা কিভাবে মাথায় এলো তাঁর? ঈশানা জানায়, বাজার থেকে কেনা চলতি ব্র্যান্ডের সস্তা ন্যাপকিন ব্যবহার করে সংক্রমণে আক্রান্ত হয়েছিল সে। কোনও বিকল্প খুঁজে পাচ্ছিল না। প্রতি মাসে একই সমস্যা হচ্ছিল। তখনই মাথায় আসে সুতির কাপড় দিয়েই ঘরোয়া পদ্ধতিতে ন্যাপকিন তৈরি করলে কেমন হয়! এমন ভাবনা থেকেই শুরু কাজ।
ঈশানা সেলাই মেশিন ও সুতির কাপড় আর সুতো কিনে নিজের আইডিয়া থেকেই বানিয়ে ফেলে স্যানিটারি ন্যাপকিন। তাতে না আছে কোনও কেমিক্যাল, না আছে কোনও পরিবেশ-বিরোধী কোনও জিনিস। ঈশানার কথায়, ‛আমি চাই, আরও অনেকে এই প্যাড বানাতে শিখুক এবং ব্যবহার করুক। এটা পুরোপুরি সুতির, বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশের কোনও ক্ষতিও করে না।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন