এটিকে: ৩ (হার্নান্ডেজ, গার্সিয়া)
চেন্নাইয়িন এফসি: ১ (ভালসকিস)
তরঙ্গ বার্তা, স্পোর্টস ডেস্ক : আইএসএল ফাইনালে ইতিহাস ছুঁল এটিকে। চেন্নাইয়িনকে ৩-১ গোলে হারিয়ে সুপার লিগ জয়ের হ্যাটট্রিক করল কলকাতা। এই নিয়ে তিনবার আইএসএল ঘরে তুলল এটিকে।
প্রথমার্ধের দশ মিনিটেই এটিকের হয়ে আঘাত হানেন হার্নান্ডেজ। বাঁ দিক থেকে ডেভিড উইলিয়ামসকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন রয় কৃষ্ণ। উইলিয়ামস ডামি করেন। পিছন থেকে উঠে আসা জাভি সাইড ভলিতে চেন্নাইয়িনের জাল কাঁপান। দুর্দান্ত সাইড ভলিতে চেন্নাইয়িনের জালে বল জড়িয়ে দেন তিনি। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল এটিকে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এডু গার্সিয়া। কিন্তু ফের খেলায় ফেরে চেন্নাইয়িন। বিশ্বমানের গোল করে ব্যাবধান কমান চেন্নাইয়ের ভালসকিস। চেন্নাইয়িনের কফিনে শেষ পেরেক পোঁতেন সেই হার্নান্ডেজ। ইনজুরি টাইমে গোল করেন তিনি। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দল হিসাবে ফাইনাল জয়ের হ্যাটট্রিক করল এটিকে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps