দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজান। এই মাসের শুরুতেই জনপ্রিয় সোশ্যাল সাইট ট্যুইটারের এখন অন্যতম টপ ট্রেন্ডিং হয়ে উঠেছে #QuranForAll – অর্থাৎ “কোরআন সবার জন্য”। মঙ্গলবার দিনভর এমনই দৃশ্য দেখা গেল ট্যুইটার ট্রেন্ডিংয়ে। প্রায় সারাদিনই শীর্ষে ট্রেন্ড করছিল কোরআন।
কিন্তু হঠাৎ কেন কোরআন নিয়ে এত আকর্ষণ? মনে করা হচ্ছে, দেশজুড়ে মুসলমানদের প্রতি তৈরি হওয়া বিদ্বেষ থেকেই কিছু মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়া রমজান মাস শুরু হওয়াতে দেশের মুসলিমরাও এ নিয়ে আলোচনা শুরু করেছেন। ফলে ট্যুইটারে শীর্ষে ট্রেন্ড করছে “কোরআন সবার জন্য”।
Support Free & Independent Journalism
I like it Qur’an