দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউবে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েক। ইউটিউবে তাঁর ভিডিওর জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ এবং ইউটিউব চ্যানেলে ১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় ‘গোল্ডেন প্লে বাটন’ অ্যাওয়ার্ড দিয়েছে ইউটিউব কতৃপক্ষ।
বিশ্বের কাছে ব্যাপক জনপ্রিয় যুক্তরাষ্ট্রভিত্তিক ইউটিউব তাদের প্ল্যাটফর্মের জনপ্রিয় চ্যানেলগুলোকে সম্মানিত করে থাকে। যারই অংশ হিসেবে ইউটিউব ‘গোল্ডেন প্লে বাটন’ সম্মাননা পেয়েছেন ডাঃ জাকির নায়েক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘গোল্ডেন প্লে বাটন’ পাওয়ার খবর জানিয়েছেন খোদ জাকির নায়েক।
জাকির নায়েক জানান, ‛ইউটিউবের পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ পুরস্কার পেয়েছি। আমাদের ১.৫ মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবারদের ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম প্রচারে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। জাযাকুমুল্লাহ খাইর।’
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ