দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ৫৯০ দিন পর জেল থেকে মুক্তি পেলেন উত্তরপ্রদেশের প্রখ্যাত শিক্ষাবিদ তথা ইসলামিক স্কলার মাওলানা কালিম সিদ্দিকী। গত ৫ এপ্রিল জামিন পেয়েছিলেন তিনি। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছিল।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার হন মাওলানা কালিম সিদ্দিকী। ২১ সেপ্টেম্বর রাতে মিরাটে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজগ্রাম মুজাফফরনগরের ফুলাতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস)।
এ সময় তার তিন ঘনিষ্ঠ সহচরকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় স্থানীয় প্রশাসন অভিযোগ করেছিল, তিনি এমন একটি সংস্থার সাথে জড়িত, যারা হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করে। এ কাজে তিনি অন্যান্য দেশ থেকে আর্থিক সহযোগিতা পান।
উল্লেখ্য, হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার অভিযোগে গ্রেফতার ব্যক্তি হিসেবে মাওলানা কালিম সিদ্দিকীই প্রথম নন। তার আগেও অনেককে এ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের মাঝে উমর গৌতম ও মুফতি কাজি অন্যতম।