দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় সরকারের মদতে সরকারি মহলও বিদ্বেষ প্রচার করছে, এমন অভিযোগ করে আসছিলেন মুসলিমরা। এবার তার উজ্জ্বল উদাহরণ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অল ইন্ডিয়া রেডিও’র ট্যুইটার অ্যাকাউন্টে করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে মুসলিমদের ধর্মীয় উপাসনালয় মসজিদে মুসল্লিদের ছবি জুড়ে দেওয়া। এর আগে দিল্লির নিজামুদ্দিনে তবলীগ মারকাজের ইজতেমা বা সমাবেশ নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি প্রচার চালাচ্ছিল, দেশে করোনার বিস্তারের জন্য তবলীগিরা দায়ী।
এবার তাদের পথ ধরে অল ইন্ডিয়া রেডিও’র ট্যুইটার অ্যাকাউন্টে লেখা হল ‛১০৫ নতুন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে ঝাড়খণ্ডে, আর তা বেড়ে হয়েছে ১৩৫’। এর সঙ্গে ছাপা হয়েছে একটি মসজিদের ছবি, যেখানে দুজন মুসলিম নামায পড়ার জন্য ওজু করছেন।
এ নিয়ে নেটিজেনরা সরব হয়েছেন ট্যুইটারে। অশোক সাওয়ান লিখেছেন, ভারত সরকারের অল ইন্ডিয়া রেডিও’র ইসলামফোবিয়া হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগী দেখাতে মসজিদে মুসলিমদের ছবি ব্যবহার করা হয়েছে। স্পিরিট অফ কংগ্রেসের অ্যাকাউন্টে লেখা হয়েছে, এটা ইসলামোফোবিয়া, এটা খুবই আপত্তিকর, এর বিরুদ্ধে পুলিশ কেস ফাইল করবে? সুরভি শর্মা লিখেছেন, এই ছবির সঙ্গে অল ইন্ডিয়া রেডিও’র কী সম্পর্ক? উল্লেখ্য, নেটিজেনরা সরব হওয়ার পর অবশ্য অল ইন্ডিয়া রেডিও ট্যুইটার থেকে মন্তব্যটি মুছে দিয়েছে।