দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ অভিযান শুরু করেছে হামাস। বিবৃতি জারি করে হামাস জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের দিকে রকেট হামলা শুরু হয়েছে। অন্যদিকে গাজাকে টার্গেট করা শুরু করেছে ইসরাইলের সেনাবাহিনী। তারা দাবি করেছে গাজা থেকে বেশ কিছু ফিলিস্তিনি যোদ্ধা অনুপ্রবেশ করেছে ইসরাইলে।
সূত্রের খবর, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ শুরু হয়েছে। এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সেনা নিহত ও তাদের গাড়িতে আগুন ধরে যাওয়ায় ফিলিস্তিনি যোদ্ধাদেরকে সেলিব্রেট করতে দেখা গেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে শীর্ষ নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।