দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগেই ঘোষণা দিয়েছিলেন যে রাজ্যে কোভ্যাকসিনের ট্রায়াল শুরু হলে প্রথমে তিনি টিকা নিবেন। সেই কথা মতো বেলেঘাটার নাইসেডে গতকাল তাঁকে টিকা দেওয়া হয়। আজ সরকারিভাবে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। ট্রায়ালের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। দ্বিতীয় স্বেচ্ছাসেবক হিসেবে ভ্যাকসিন নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ভ্যাকসিন নেওয়ার পর ফিরহাদ বলেছেন, ‘আমরা আশায় রইলাম, ভ্যাকসিন পেলে দ্রুত কলকাতা ও রাজ্যের মানুষকে দেব। বিজ্ঞানী, চিকিৎসকদের ধন্যবাদ জানাই। ভ্যাকসিন নেওয়ার পর আমি ভাল আছি। এই ট্রায়াল সফল হবে এবং ভারতের মানুষ করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। আমার যদি প্রাণও যায়, তাহলে কিছু যায়-আসে না। মানুষের যদি ভাল হয়, তাহলে সেটাই লাভ।’