Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি সরকার ৩৭০ ধারা ফিরিয়ে আনবে এটা আশা করাই বোকামি: ওমর আবদুল্লা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর নিয়ে মুখ খুললেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। একদিকে ওমর আবদুল্লা বললেন, বিজেপি সরকার ৩৭০ ধারা ফিরিয়ে আনবে এটা আশা করাই বোকামি। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মন্তব্য, দেশে এখন বিরোধিতা করলেই অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে।

জম্মু-কাশ্মীরের ১০ জন বরিষ্ঠ নেতার সঙ্গে আজ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে ওমর আবদুল্লাকে প্রশ্ন করা হয়, তাহলে ৩৭০ ধারা ফিরিয়ে আনার দাবি বন্ধ হচ্ছে। উত্তরে আবদুল্লা বলেন, ‘৩৭০ ধারা রদ করার রাজনৈতিক অভীষ্ট লাভ করতে ৭০ বছর লেগেছে বিজেপির। আমাদের সংগ্রাম সবে শুরু হল। ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে, এই সব বলে আমরা মানুষকে বোকা বানাতে চাই না। ৩৭০ ফিরে আসবে এই আশা করাও বোকামি। বর্তমান সরকার এই কাজ করবে এমন কোনও ইঙ্গিতও নেই।’

আবদুল্লার দাবি, শান্তি বজায় রেখে, আইন এবং সংবিধান মেনে যা করার করা হবে। তাঁরা কৌশলগত লড়াই করছেন। যেখানে সুবিচারের সবচেয়ে বেশি সম্ভাবনা সেই সুপ্রিম কোর্টে লড়াই চলছে বলে জানান আবদুল্লা।

 

এদিকে সর্বভারতীয় সংবাদপত্রকে সাক্ষাতকারে কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করলেন মেহবুবা মুফতি। তিনি বলছেন, জম্মু-কাশ্মীরকে ‘ল্যাবরেটরি’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রাজ্যে কেউ বিরোধিতা করলেই তাকে অপরাধী বানিয়ে দেওয়া হত। এখন এই ফর্মুলাই সারা দেশে চলছে। মুফতি বলেন, ‘জম্মু-কাশ্মীরে আমাদের মতো নেতাদের অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। আর এ শুধু এই রাজ্যের নয়, পুরো দেশেই চলছে। ওরা (বিজেপি সরকার) দেশজুড়ে ছাত্রছাত্রীদের জেলে ভরছে। জামিন দিচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি জম্মু-কাশ্মীরের মানুষ চায় প্রধানমন্ত্রী একবার পাকিস্তানের সঙ্গে কথা বলুক। মুফতির কথায়, মানুষ চায় পাকিস্তানের সঙ্গে কথা বলুক ভারত কারণ কষ্ট সহ্য করতে হচ্ছে তাদেরই। আমি বৈঠকে মোদিকে বলেছি, আপনি চীনের সঙ্গে কথা বলেছেন, পাকিস্তানের সঙ্গেও বলুন। বিষয়টি এড়ানো যাবে না।’

 

Leave a Reply

error: Content is protected !!