Thursday, December 5, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এ যেন সপাটে চড়! গ্যাসের গোলা ছোড়া পুলিশকেই খাওয়াচ্ছেন প্রতিবাদী কৃষকেরাই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ঠান্ডায় জল-কামানের সামনে দাঁড়াতে হওয়ার কষ্টকর অভিজ্ঞতা সত্ত্বেও ডিউটিরত পুলিশের দিকে এগিয়ে দিলেন পানীয় জল। আন্দোলন ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের গোলা ছোড়া পুলিশকেই হাসিমুখে পাত পেড়ে খাওয়ালেন প্রতিবাদী কৃষকেরা।

হরিয়ানার গুরুদ্বারের লঙ্গরে সার দিয়ে খেতে বসেছেন পুলিশকর্মীরা। তাঁদের পরিবেশনে হাত লাগিয়েছেন চাষিরাও। আবার অনেক জায়গায় নিজেদের সঙ্গে আনা খাবার এবং জল থেকে পুলিশকে ভাগ দিয়েছেন তাঁরা। মুহূর্তে এই ছবি আর ভিডিও ‘ভাইরাল’ হল সোশ্যাল মিডিয়ায়।

আন্দোলনের মানবিক মুখের ছবি বার বার ধরা পড়ছিল গত দু’দিনে। কখনও মিছিলে হাঁটা কৃষকদের জন্য লঙ্গর খুলে দিয়েছে গুরুদ্বার, তো কোথাও পথের পাশে বসেই গরম রুটি-তরকারি তৈরি করে খাইয়েছেন স্থানীয় মানুষ।

এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে আন্দোলন রুখতে মোতায়েন হওয়া বাহিনীর প্রতি চাষিদের ব্যবহার। আন্দোলনকারীদের বক্তব্য, “খাওয়ানোর এই রেওয়াজ পঞ্জাবের পরিচিতি। ওয়াহে গুরুর নির্দেশও। জল-কামান চালানো কিংবা কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশকর্মীদের বিচার করা অনুচিত। কারণ, তাঁদের তা করতে হয়েছে সরকারি নির্দেশে। বেতনভুক কর্মী হিসেবে।”

 

Leave a Reply

error: Content is protected !!