নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: রমাজানে কষ্ট করে হলেও সবাইকে ভোট দিতে আহ্বান জানাল জামাআতে ইসলামী হিন্দ। আট দফার নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গে চারদফা সম্পন্ন হয়েছে। বাকি চারদফার ভোট যাতে হিংসামুক্ত, নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলির দায়িত্ব সবথেকে বেশি। জনগণ যাতে নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে গণতান্ত্রিক অধিকার রক্ষা, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সবাইকে যত্নশীল হতে হবে। সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক এই মন্তব্য করেন।
তিনি বলেন, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর বেপরোয়া গুলি চালনার দরুণ চার জনের প্রাণ গেছে। তাতে ভীতির পরিবেশ সৃষ্টি হওয়া অসম্ভব নয়। এছাড়া কোন কোন জায়গীয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতদুষ্ট আচরণ একটি বিশেষ গোষ্ঠীর লোকেদের মনে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতদুষ্ট আচরণ যদি কোথাও হয়ে থাকে তাদের সংযত আচরণ দেখানোর দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তায়।
ভোটের পর্বে পবিত্র রমযান মাসের কৃচ্ছ সাধনা চলতে থাকবে। রমজান মাস সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষায় মানুষদের উদ্বুদ্ধ করে। এই মাসের মর্যাদা রক্ষায় সরকার ও প্রশাসনের সহযোগিতা একান্ত কাম্য, এবং মুসলিমদের বেশি দায়িত্বানুভূতির পরিচয় দিতে হবে। বাকসংযম, সংযত আচরণ তাদের করতে হবে। ত্যাগ ও তিতিক্ষার বাস্তব উদাহরণ দেখাতে হবে।
নাগরিকদের কর্তব্য হল ভোট প্রদান করা। গণতন্ত্র রক্ষা, সুশাসন কায়েমে ভোটের গুরুত্ব অপরিসীম। তাই রমজান মাসের সমস্ত কষ্টকে বরদাস্ত করে, নির্বিঘ্নে ও বাকবিতন্ডায় না জড়িয়ে নিশ্চুপে সবাই যেন ভোট দেন সেদিকে দৃষ্টি দিতে হবে। ভোটদানে বিরত থাকা কারোরই উচিত হবে না।