Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভদ্রেশ্বরের দাঙ্গা বিধ্বস্থ এলাকায় ফের জামাআতের প্রতিনিধিদল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হুগলি : জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে হুগলি জেলার ভদ্রেশ্বর থানার তেলিনী পাড়া সহ দাঙ্গা বিধ্বস্থ এলাকায় আজ একটি প্রতিনিধিদল গিয়েছিল। তাঁরা আবারও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এলাকা পরিদর্শনের পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ বা রেশন কিট পৌঁছে দেওয়া হয়। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার বাড়ি ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

নেহেরু প্রাইমারি স্কুল, ফয়েজ আহমেদ ফয়েজ স্কুল, হাজী মহসিন প্রাইমারি স্কুলে বহু ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় গ্রহণ করেছে। এইখানে অবস্থানরত ক্ষতিগ্রস্থ ১৫০টি পরিবারের হাতে ১ সপ্তাহের খাদ্য দ্রব্য বা রেশন কিট এদিন তুলে দেওয়া হয়। জামাআতের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শাদাব মাসুম, ভদ্রেশ্বর থানার নব নিযুক্ত ওসি কৌশিক ব্যানার্জি সহ এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে রেশন কিটগুলি তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য, করোনা সংক্রমণ মহামারী সংকটকালের মধ্যেও একটি সাম্প্রদায়িক গোষ্ঠী হুগলি জেলার ভদ্রেশ্বর থানার বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে আক্রমণ চালিয়েছে। এর ফলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ ও পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিপূর্বে জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে আনার জন্য চন্দননগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে ডেপুটেশনে প্রদান করা হয়েছে।

এদিন জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভদ্রেশ্বর থানার ওসি কৌশিক ব্যানার্জির কাছে দাবি রাখা হয়েছে। দাবিগুলো হল –

১) বহু নিরপরাধ মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এরমধ্যে অনেকেই উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছেন। শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

২) এলাকার বিশিষ্ট জন, সরকারি চাকরিজীবী সহ নিরপরাধ নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে অনেকেই পরিবারের মহিলা রয়েছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩) ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত পুনর্বাসন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং দাঙ্গাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

জামাআতে ইসলামি হিন্দের পক্ষ থেকে আজকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতে রাজ্য জনসংযোগ বিভাগের সহকারি সুজাউদ্দিন আহমেদ, কোলকাতা জামাআতের সহ সভাপতি জাভেদ খান, মুহাম্মদ সাজিদ প্রমুখ।

Leave a Reply

error: Content is protected !!