নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: মহৎ উদ্দোগ জামাআতে ইসলামী হিন্দের। সর্ব সাধারণের সুবিধার্থে ও জনসেবার জন্য মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের অনুপনগর হাসপাতালে ২টি নেবুলাইজার ও ২টি অক্সিজেন সিলিন্ডার দান করল জামাআতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান টাউন শাখা।
এদিন উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ তারিফ হোসেন, জামাআতে ইসলামী হিন্দ সহকারী জেলা নাজিম আব্দুল্লাহি কাফি, টাউন শাখার সভাপতি কাজী মুহাম্মদ আলি, ডাঃ সফিকুল হক, আব্দুল বাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Tags:Jamat E Islami Hind